Header Ads

Header ADS

Smart View কি? কেন এবং কিভাবে ব্যবহার করা হয়?

Smart View 

প্রযুক্তির উন্নতির সাথে সাথে দিনদিন নতুন নতুন ফিচার এড করা হচ্ছে স্মার্ট ফোনে। তারমধ্যে একটি হচ্ছে "Smart View", যা বর্তমানে মোটামুটি প্রায় সব ধরনের অ্যান্ড্রয়েড ফোন এ দেখা যায়।
আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা কোন না কোন সময় নোটিফিকেশন প্যানেল বা সেটিংস অপশন এ "Smart View" নামে একটা অপশন দেখেছি, কিন্তু ব্যস্ততার কারনে হয়তোবা কখনো জানা হয়ে উঠেনি এই অপশন বা ফীচার টা কি জন্য দেওয়া হয়ছে! আজ আমরা ঔ "Smart View" ফীচার টা নিয়ে সংক্ষেপ এ আপনাদের জানাবো।


Smart View কি?

Smart View হচ্ছে এমন একটি ফিচার/অপশন যা দ্বারা আপনি আপনার মোবাইল ফোন এর ডিসপ্লে বড় স্ক্রীনে অর্থাৎ Samsung Smart TVs বা Smart TVs গুলাতে লাইভ কাস্টিং করতে পারবেন ওয়্যারলেসভাবে অর্থাৎ কোন প্রকার তার সংযোগ ছাড়াই। যা বড় স্ক্রীনে আপনাকে আপনার ফোনের মাল্টিমিডিয়া কন্টেন্ট গুলো ভালভাবে উপভোগ করতে দেবে।



কিভাবে Smart View ব্যবহার করবো? 

সহজভাবে আপনি আপনার Smart View অপশন টা তে যাবেন, যা কিনা আপনি আপনার ফোন এর নোটিফিকেশন প্যানেল বা সেটিংস অপশন পয়ে যাবেন, তারপর ঔ টা কে টার্ন অন করলে আপনাকে "Available Devices" দেখাবে, যেখানে আপনার স্মার্ট টিভির মডেল দেখাবে (আপনি অবশ্যই আপনার স্মার্ট টিভির পাশাপাশি থাকতে হবে) এবং আপনি আপনার স্মার্ট টিভির ঔ মডেল নং এ ক্লিক করলে আপনার ফোন স্বয়ংক্রিয়ভাবে আপনার স্মার্ট টিভির সাথে কানেক্ট হয়ে যাবে।



কেন Smart View ব্যবহার করা হয়?

সহজ ভাষায় আপনার ফোনের মাল্টিমিডিয়া কন্টেন্ট গুলো অর্থাৎ ভিডিও, ছবি ইত্যাদি আপনি ভালোভাবে বড় স্ক্রীনে উপভোগ করতে পারবেন। আর যেহেতু আপনি আপনার ফোন এর স্ক্রীন বড় স্ক্রীনে সরাসরি দেখতে পাচ্ছেন সেহেতু আপনি চাইলে বিভিন্ন ধরনের গেম খেলতে পারবেন, যা কিনা আপনি আরো ভালভাবে উপভোগ করতে পারবেন।





No comments

Powered by Blogger.