NFC কি? কিভাবে কাজ করে? কি কাজে ব্যবহার করা হয়?
NFC (Near-Field Communication)
আমরা প্রাই সবাই কখনো না কখনো আমাদের মোবাইলে NFC নামের একটা option দেখেছি বা কোথাও না কোথাও NFC শব্দটা শুনেছি কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে NFC টা কি! কি কাজে ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা হয়!? তাই আজকে আমরা সহজ ভাষায় সংক্ষেপে NFC সম্পর্কে আপনাদের জানাবো!NFC কি?
সবার আগে NFC হচ্ছে এমন একটা option যার সাহায্যে আপনি যেকোনো ধরনের তথ্য এক Device থেকে অন্য একটা device খুব তাড়াতাড়ি এবং safe ভাবে স্থানান্তর করতে পারবেন। like BLUETOOTH, কিন্তু Bluetooth দিয়ে তথ্য স্থানান্তর করতে আমাদের ভিবিন্ন ধরনের permission enable করতে হয় এবং তথ্য স্থানান্তর হতে মোটামুটি অনেক সময় নেয়, কিন্ত NFC দিয়ে খুব সল্প সময়ের মধ্যেই আপনি আপনার যে কোন ধরনের তথ্য স্থানান্তর complete করতে পারবেন.তাছাড়া বর্তমানে NFC দিয়ে শুধু মাএ তথ্য স্থানান্তর ছাড়াও আপনি ভিবিন্ন ধরনের কাজ করতে পারেন।
NFC কিভাবে কাজ করে??
NFC আসলে এন্টেনা এর সাহায্যে কাজ করে, এই এন্টেনা এক এক মেবাইলের এক এক স্থানে লাগানো থাকে। যেমন Samsung ফোন এর ব্যাটারী এর পেছনে বা ব্যাক কভার এ লাগানো থাকে।![]() | |
|
কি কি কাজে ব্যবহার করা হয় NFC??
১
১.Data transfer
আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি NFS Data transfer সম্পর্কে। আপনি NFC সমর্থিত ২টি স্মার্টফোন খুব কাছাকাছি এনে দরেন ২০ সেমি. (৭ ইঞ্চি) এর কম দূরত্বে বা একেবারে মিলিয়ে পেলেন তাহলে ঔ দুই টি স্মার্টফোন খুব সহজে কমিউনিকেশন করতে পারবে,অর্থাৎ Data Transfer করতে পারবে।
২. Mobile Payments
দ্বিতীয় যে কাজে NFC সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তা হচ্ছে Mobile Payment। আমরা সবাই কম-বেশি এন্ড্রোইড পে, আপেল পে, স্যামসুং পে'র নাম শেনেছি যেগুলা দিয়ে পেমেন্ট করা যায়, এগুলা NFC দ্বারা কাজ করে। আপনার ব্যাংক কার্ড এর সব তথ্য NFC এর মাধ্যমে আপনার মোবাইল'এ সেভ করে রাখলে পেমেন্ট কার্ড রিডার (পেমেন্ট মেশিন) এর উপর আপনার মোবাইল টা ধরলেই কাজ হয়ে গেছে( পেমেন্ট কমপ্লেটেড খুবই সল্প সময়ের মধ্যে)
দ্বিতীয় যে কাজে NFC সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তা হচ্ছে Mobile Payment। আমরা সবাই কম-বেশি এন্ড্রোইড পে, আপেল পে, স্যামসুং পে'র নাম শেনেছি যেগুলা দিয়ে পেমেন্ট করা যায়, এগুলা NFC দ্বারা কাজ করে। আপনার ব্যাংক কার্ড এর সব তথ্য NFC এর মাধ্যমে আপনার মোবাইল'এ সেভ করে রাখলে পেমেন্ট কার্ড রিডার (পেমেন্ট মেশিন) এর উপর আপনার মোবাইল টা ধরলেই কাজ হয়ে গেছে( পেমেন্ট কমপ্লেটেড খুবই সল্প সময়ের মধ্যে)
৩. Device PairingDevice Pairing এর জন্যেও বর্তমানে NFC ভাল একটা মাধ্যম। আপনি যে কোন ধরনের NFC সাপোর্টেড Device তথা ব্লুএটুথ স্পিকার,ব্লুএটুথ হেডফোন,টেলিভিশন ইত্যাদি'র সাথে আপনার মোবাইল কানেক্ট করতে আপনার মোবাইল শুধু মাএ Device এর পাশে নিয়ে ধরলে অটোমেটিক
কানেক্ট হয়ে যাবে,কোন রকম পারমিশন এনাবল করা ছাড়াই।
কানেক্ট হয়ে যাবে,কোন রকম পারমিশন এনাবল করা ছাড়াই।
৪. NFC Tagআমরা ছোট বেলায় সবাই স্টিকার নিয়ে খেলতে পছন্দ করতাম,আর NFC Tag গুলা ও হচ্ছে এই রকম ছোট ছোট স্টিকার এর মতো, যার মধ্যে আপনি আপনার কিছু তথ্য জমা রাখতে পারবেন, আর চাইলেই খুব সল্প সময়ের মধ্যে ঔ তথ্য গুলা কপি করে আপনার মোবাইল এ নিয়ে নিতে পারবেন বা অন্য কেউ চাইলে তাকেও দিতে পারবেন। যেমন আপনি আপনার বাসার Wifi এর পাসওয়ার্ড একটা NFC Tag (স্টিকার) এ সেভ করে তা আপনার বাসার দেওয়ালে লাগিয়ে দিলেন, এখন যে কেও এসে আপনার কাছে আপনার বাসার Wifi এর পাসওয়ার্ড চাইলেই সে যদি তার ফোন ঔ NFC Tag এর উপর দরে সাথে সাথে তার মেবাইলে Wifi কানেক্ট হয়ে যাবে।
৫. NFS Business Card
NFC বর্তমানে Business Card গুলি কেও অনেক সহজ করে তুলেছে, যেকোনো কোম্পানী বা কোন ব্যক্তির যদি Business Card থাকে, তাহলে ঔ Business Card এর মধ্যে যদি NFC এর একটা টুল লাগিয়ে দিয়ে ঔ খানে যদি ঔ কোম্পানীর বা ব্যক্তির সব তথ্য সেভ করে রাখা হয়, তাহলে আপনি ঔ কোম্পানীর বা ব্যক্তির সব তথ্য জানতে আপনার মোবাইলের NFC On করে ঔ Card এর উপর নিয়ে দরলেই তাদের সব রকম তথ্য পেয়ে জাবেন।
NFC বর্তমানে Business Card গুলি কেও অনেক সহজ করে তুলেছে, যেকোনো কোম্পানী বা কোন ব্যক্তির যদি Business Card থাকে, তাহলে ঔ Business Card এর মধ্যে যদি NFC এর একটা টুল লাগিয়ে দিয়ে ঔ খানে যদি ঔ কোম্পানীর বা ব্যক্তির সব তথ্য সেভ করে রাখা হয়, তাহলে আপনি ঔ কোম্পানীর বা ব্যক্তির সব তথ্য জানতে আপনার মোবাইলের NFC On করে ঔ Card এর উপর নিয়ে দরলেই তাদের সব রকম তথ্য পেয়ে জাবেন।
৬. NFC Ring
বর্তমানে তো NFC Ring(আংটি) ও আবিষ্কার করে ফেলেছে, যার মধ্যে ও আপনি অনেক তথ্য জমা রাখতে পারবেন, ঔ টাকে স্মার্ট রিং ও বলা যায়।
বর্তমানে তো NFC Ring(আংটি) ও আবিষ্কার করে ফেলেছে, যার মধ্যে ও আপনি অনেক তথ্য জমা রাখতে পারবেন, ঔ টাকে স্মার্ট রিং ও বলা যায়।
NFC কোন প্রকার ব্যাটারি খরচ করে না অর্থাৎ আপনার যেই NFC রিং গুলা আছে সেগুলা চার্জ করা লাগে না,এবং NFC এর যেই TAG,Business Card গুলা আছে সেগুলা ও চার্জ করার কোন প্রয়জোন হয় না।
Thanks For Sharing this......sem
ReplyDelete❤️❤️
Delete